“স্বনামধন্য প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান “চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ”, ফরিদগঞ্জ, চাঁদপুর।
১৬ ই মার্চ ২০২২ ইং ২ রা চৈএ ১৪২৮ বঙ্গাব্দ রোজ বুধবার” চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯৫ তম বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সুন্দরভাবে সুসম্পূর্ণ হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন : গভণিং বডির সম্মানিত সভাপতি জনাব ডা. হারুন অর রশিদ ( সাগর)।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুদক্ষ অধ্যক্ষ জনাব শাহ্ মো: মকবুল আহমদ্।
চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ১৯১৮ সালে সকদিরামপুর পাটবাড়ির মহান ব্যক্তিত্ব শিক্ষানুরাগী মরহুম করিম বক্স পাটওয়ারী তার চাচা ইমাম আলী পাটওয়ারীর নামে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে বিদ্যালয়টি ৭৫ বছর পুর্তি উৎসবে প্রাক্তন ছাএরা বিদ্যালয়টিতে কলেজ শাখার প্রস্তাব করলে ১৯৯৪ সালে কলেজ শাখার যাএা শুরু হয়।সেই থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রাচীনতম অবকাঠামো ও ঐতিহ্যের দিক থেকে শীর্ষে অবস্থান করছে।প্রতিষ্ঠানে জাতীয় অনুষ্ঠান,বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা,শিক্ষা সফর, এস, এস,সি ও এইচ, এস, সি এর ফলাফল বরাবরই গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছে।দেশের যখন বিভিন্ন স্কুল,কলেজ জাতীয়করণ হচ্ছে তাহলে ঐতিহ্যবাহী ও সুখ্যাতির দিক থেকে এই প্রাচীনতম প্রতিষ্ঠানটি কেনো সরকারের নজরে পড়ছে না।
মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা এবং মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনির কাছে আমাদের প্রাণের দাবি অচিরেই এই গৌরবউজ্জ্বল স্বনামধন্য “চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ “
প্রতিষ্ঠানটি জাতীয়করণ হোক।
লেখক: শায়ন বালা
সহকারি শিক্ষক,চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ,চাঁদপুর।