রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:১৪ পূর্বাহ্ন
Menu

দ. আফ্রিকায় পৌঁছেই সরাসরি অনুশীলনে অংশ নিলেন সাকিব

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 16, 20223:33 pm

তিনি যে বাংলাদেশ ক্রিকেটে বাকি সবার থেকে সবদিক দিয়েই সেরা, তা আবারও প্রমাণ করলেন সাকিব আল হাসাননয়তো দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার বিমান জার্নি শেষে কেউ কোনো ধরনের বিশ্রাম না নিয়ে সরাসরি অনুশীলনে নেমে যায়!

অনেক নাটকীয়তা শেষে গতকাল রবিবার রাতে বাংলাদেশ থেকে রওনা হন তিনি। কাতারের দোহা হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানের্সবাগে পৌঁছেছেন। সেখানে নেমে হোটেলে চেক-ইন করে করেই সরাসরি মাঠে চলে গেছেন সাকিব। কেবল অ্যান্টিজেন টেস্ট করিয়েছেন। এরপর পুরো স্টেডিয়ামে বেশ কয়েকবার দৌড়ে চক্কর দিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার।

গত ১১ মার্চ সাকিবকে ছাড়াই দক্ষিণ আফ্রিকায় উড়াল দেয় বাংলাদেশ দল। সেখানে দুই দিনের বিশ্রাম শেষে আজই প্রথম অনুশীলন করে পুরো দল। আর সাকিব কোনো ধরনের বিশ্রামই করেননি। সুপার সাকিব বলেই হয়তো সম্ভব।