স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফুলবানু’। নাটকটি রচনা করেছেন নবীন হোসেন, পরিচালনা করেছেন মাইনুল হাসান খোকন। নাটকটি ২৬ মার্চ রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হবে। নাটকটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান ও ফারজানা রিক্তা। এতে অভিনয় প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, ফুলবানু চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। তার বাবা মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সদস্য ছিল। ফুলবানু ছিল খুব স্বাধীনচেতা। তার প্রেমিক ছিল খোকন, যে চরিত্রটিতে আমি অভিনয় করেছি। ফুলবানু খোকনকে অনুপ্রেরণা দেয়, সাহস দেয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। কারণ ফুলবানু চায় দেশ স্বাধীন হোক। এক সময় ফুলবানুকে পাক হানাদার বাহিনীরা ধরে নিয়ে যায়। এদিকে পাক হানাদার বাহিনীদের কাছে ফুলবানুর বাবা যেহেতু অন্য মেয়েদের তুলে দিত, তারাই এক সময় প্রতিবাদী হয়ে ফুলবানুর বাবাকে মেরে ফেলে। এক সময় ফুলবানু ফিরে আসে। খোকন তাকে বলে তুমিই তো আসল মুক্তিযোদ্ধা। তাকে সম্মানের মধ্য দিয়েই নাটকটির গল্প শেষ হয়। আমার কাছে গল্পটা ভালো লেগেছে। কাজটি করেও ভীষণ ভালো লেগেছে।
নাটক ‘ফুলবানু’
প্রকাশ : March 26, 20222:06 pm
