“স্বাধীনতা“
লেখক : শায়ন বালা,
সহকারি শিক্ষক,
চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ,
চাঁদপুর।
স্বাধীনতা তুমি বাঙালির
গর্ব সুখের গান,
স্বাধীনতা আমার লক্ষ ভাইয়ের
প্রাণের আত্মদান।
লক্ষ মায়ের সন্তান হারা
ওগো তুমি স্বাধীনতা,
শত সহস্র বোনের ইজ্জত
ভুলব সে কি কথা।
স্বাধীনতা সেই তো তুমি,
লাল সবুজের ফুল,
হাজার পাখির কণ্ঠের গান
পাপিয়া বুলবুল।
রাখাল বাঁশির সুর তুমি
ছোট্ট শিশুর হাসি,
সাগরের বুকে ঊর্মিমালা
মাঠের ফসল রাশি।
কত জ্ঞানী–গুণী শিল্পী কবির
প্রাণের বলিদান,
স্বাধীনতা তুমি শেখ মুজিবের
বজ্র কণ্ঠের আহ্বান।