ভাঙ্গায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষে ঘরবাড়ি হামলা
ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় তিনটি বাড়ি ও দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থামাতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া ও চৌকিঘাটা গ্রামের দুটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। গত মঙ্গলবার দুপুরে ঘারুয়া গ্রামের রমজান মাতুব্বরের ছেলে সজিব মাতুব্বর এর সঙ্গে একই গ্রামের চুন্নু মাতুব্বরের ছেলে ইমন মাতুব্বরের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রমজান মাতুব্বর ছেলের পক্ষ নিয়ে ইমন মাতুব্বরকে মারধর করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসা করতে চায়। কিন্তু গতকাল সকালে দুই পক্ষের শত শত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ঘারুয়া বাজারের পাশের মাজেদ ফকির, কাদের মুন্সী ও সৈয়দ আলী মুন্সীর বাড়ি ও ঘারুয়া বাজারের ওবায়দুর মোল্লা, ফরহাদ মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।