কেন তাসের ঘরের মতো একের পর এক ভেঙে পড়ছে তারকাদের সংসার?
এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে সুখী তারকা দম্পতিদের বিবাহবিচ্ছেদ হয় এবং তাঁরা একে অপরের থেকে আলাদা হয়ে যান। কেন তাসের ঘরের মতো একের পর এক ভেঙে পড়ছে তারকাদের সংসার?
টিকে গেলেন বলিউড বাদশাহ শাহরুখ…
বলিউডের কিং খান শাহরুখের প্রেম থেকে পরিণতি সবকিছুই যেন সিনেমার মতো রঙিন। সেই রঙিন জীবনে হঠাৎই ছন্দপতন হয়েছিল। বলিউডের বাদশাহ শাহরুখ খান এবং বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম একসময় বি-টাউনের অন্যতম চর্চিত বিষয় ছিল। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণেই বিবাহবিচ্ছেদের পর্যায়ে চলে এসেছিল শাহরুখ-গৌরীর সম্পর্ক। অবশ্য স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল শাহরুখ-গৌরী। আবার তিন দশক ধরে দুজন একসঙ্গে থাকলেও একটা সময় ছিল গৌরী শাহরুখকে ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলেন। ২০০৫ সালে গৌরী খান হৃত্বিক রোশানের প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে কফি উইথ করণে উপস্থিত হন। যেখানে সঞ্চালক করণ জোহর আলাপচারিতায় জানান, গৌরী একবার শাহরুখ খানকে ছেড়ে যাওয়ার কথা ভেবেছিলেন। গৌরী খান সে সময় দাবি করেন, তিনি নিজের মতো থাকতে চেয়েছিলেন। কিছুক্ষণের জন্য এই কাজটি করেছিলেন। পরবর্তীতে শাহরুখ খানের কাছেই ফিরে গেছেন। এসআরকে ১৮ বছর বয়সে গৌরীর প্রেমে পড়েন। তখন গৌরীর বয়স ছিল মাত্র ১৪। একটি পার্টিতে দুজনের দেখা হয়েছিল। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এই জুটি ২৫ অক্টোবর ১৯৯১ সালে বিয়ে করেন।