মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন
Menu

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 20, 20222:00 pm

দক্ষিণী সিনেমায় প্রথম পা রাখছেন সালমান খান

দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী কোনিডেলার সঙ্গে জুটি বেঁধে দক্ষিণী সিনেমায় প্রথম পা রাখছেন সালমান খান সিনেমার নাম, ‘গডফাদার টুইট করেবলিউডের ভাইজানকে স্বাগতও জানিয়েছেন চিরঞ্জীবী 

টুইটে তিনি লিখেছেন, ‘গডফাদারে আপনাকে স্বাগত জানাই সালমন। আপনি আসার পর সবাই খুব উত্তেজিত। আপনার সঙ্গে পর্দায় কাজ করার জন্য মুখিয়ে আছি। খুবই খুশি আমি। দর্শকেরাও আনন্দ পাবেন।কিন্তু আন্দাজ করতে পারেন বলিউডে একটি সিনেমার জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেওয়াভাইজানএই সিনেমায় অভিনয় করতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেনজানলে অবাক হয়ে যাবেন সূত্রের খবর অনুযায়ী, নির্মাতারা সালমনকে বিরাট অঙ্কের পারিশ্রমিক দেবেন বলে স্থির করলেও চিরঞ্জীবীর প্রতি শ্রদ্ধা এবং ভালবাসার খাতিরে সালমন কোনও টাকা নিতে চাননিসালমন নাকি বলেছেন, ‘আমি এই সিনেমাতে অভিনয় করতে রাজি কিন্তু একটি শর্ত আছে আপনারা আমায় কোনও টাকা দেবেন না অর্থাৎ বিনামূল্যে দক্ষিণী ছবিতে কাজ করতে চলেছেন সালাম খান। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিনেমার কাজ