মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন
Menu

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 18, 20226:27 pm

পশ্চিমবঙ্গ সিপিএমের সম্পাদক হলেন মহম্মদ সেলিম

পশ্চিমবঙ্গ সিপিএমের রাজনীতিতে নতুন যুগের সূচনা হলো। অবসান হলো বিমান বসু যুগের। গতকাল বৃহস্পতিবার প্রবীণ নেতাদের সরিয়ে নতুন একঝাঁক নেতা নিয়ে সিপিএমের নতুন রাজ্য কমিটি গঠিত হলো। এই কমিটিতে রাজ্য সম্পাদক নির্বচিত হয়েছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য ও সাবেক সাংসদ মহম্মদ সেলিম। একই সঙ্গে নতুন কমিটি থেকে বাদ গেলেন দলের সর্বশেষ রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে একদল প্রবীণ নেতা। বিমান বসুর বয়স এখন ৮১ বছর। বিত্তবান পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি ছাত্র অবস্থায় কমিউনিস্ট আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে যোগ দিয়েছিলেন তাদের ছাত্র সংগঠন এসএফআইতে। গতকাল একই দিন সিপিএমের রাজ্য সম্মেলনেই নতুন কমিটির নেতৃত্ব থেকে বাদ দেওয়া হয় প্রবীণ নেতা সূর্যকান্ত মিশ্র, কান্তি গঙ্গোপাধ্যায়, গৌতম দেব, অশোক ভট্টাচার্য, রবীন দেব, মৃদুল দেসহ অন্তত দেড় ডজন প্রবীণ নেতাকে। গতকাল রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে সিপিএমের কেন্দ্রীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সাবেক সম্পাদক প্রকাশ কারাতের পরামর্শ নিয়ে দল সম্পাদক পদে মহম্মদ সেলিমের নাম গ্রহণ করে। সেলিমের নাম প্রস্তাব করেন বিমান বসু নিজেই। পরে উপস্থিত নেতারা তাতে সায় দেন। ষাটের দশকে অবিভক্ত কমিউনিস্ট পার্টি বিভক্ত হওয়ার পর এদেরই একটি অংশ দল ছাড়ে। তারা গঠন করে সিপিএম বা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। ৭০ বছর আগে বিমান বসু অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে নিজের বাড়ি ছেড়েছিলেন। ঠাঁই নিয়েছিলেন দলীয় কার্যালয়ে। সেই থেকে বিমান বসু আর ঘরমুখো হননি। বিয়েও করেননি তিনি। এখন পর্যন্ত কমিউনিস্ট পার্টির সদস্য রয়ে গেছেন। এই ত্যাগী নেতা বাম দলগুলোর জোট বামফ্রন্টের চেয়ারম্যানও। বিমান বসু দলের ভার মহম্মদ সেলিমের হাতে তুলে দিয়ে গতকাল বলেছেন, ‘কমিউনিস্ট পার্টি করা মানে কমিটিতে থাকা নয়। কমিটির নেতা হওয়ার মানসিকতা নিয়ে দল করা যায় না।’ আর বিদায়ী রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘নতুনদের জায়গা করে দিতে আমরা আমাদের নেতৃত্ব তাদের হাতে তুলে দিয়েছি। নতুনেরাই দলকে সঠিক নির্দেশনা দিয়ে চালিত করতে পারবে।’১৯৯৭ সাল থেকে বিমান বসু বামফ্রন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। রাজ্য সম্পাদক ছিলেন ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত। গতকাল সিপিএমের রাজ্য কমিটির ৮০ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। মহম্মদ সেলিমের বয়স এখন ৬৪ বছর। তাঁর জন্ম কলকাতায়। ২০১৫ সাল থেকে তিনি সিপিএমের পলিটব্যুরো সদস্য। ছিলেন রাজ্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি সাংসদও ছিলেন।