ইউক্রেনে রকেট হামলায় নিহত অভিনেত্রী
ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি আবাসিক ভবনে রুশ রকেট হামলায় নিহত হলেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। সম্প্রতি শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন তিনি।
শুক্রবার অভিনেত্রীর নিজ দল ‘ইয়ং থিয়েটার’ এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে অবস্থান করছিলেন ওকসানা। সেখানে রাশিয়ার সেনারা রকেট হামলা চালালে এই ইউক্রেনীয় অভিনেত্রী মারা যান। এর আগে মাতৃভূমি রক্ষার যুদ্ধে গিয়ে লড়াইয়ে প্রাণ দিয়েছেন ইউক্রেনের অভিনেতা পাশা লি। বিবিসি সূত্রমতে, গতকাল ইউক্রেনের মারিওপোলের একটি থিয়েটার হলে হামলা চালিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেয় রুশ বাহিনী। থিয়েটারে বহু মানুষ লুকিয়ে ছিলেন। তাই এতে বহু মানুষ হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।