মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:১১ পূর্বাহ্ন
Menu

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 17, 20228:25 pm

ইউক্রেন প্রশ্নে চীনের অবস্থান, ব্লিঙ্কেনের বক্তব্যের প্রতিবাদ বেইজিংয়ের

ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের অবস্থানের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্লিঙ্কেন দাবি করেন, ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার প্রতি নিন্দা জানাতে চীনের অস্বীকৃতি জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। খবর রয়টার্সের। আজ বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাউ লিয়ান। তিনি বলেন, চীন যেকোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্বাধীনতা রক্ষায় বিশ্বাস করে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেন, ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি চীন। তিনি আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা চীনের দায়িত্ব। ব্লিঙ্কেন বলেন, চীন বরাবরই জাতিসংঘের মৌলিক নীতিমালা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কথা বলে আসছে। কিন্তু ইউক্রেন ইস্যুতে দেশটির অবস্থান তাদের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।