শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন
Menu

৮৪৫ কোটি টাকায় নিউইয়র্কে হোটেল কিনছেন আম্বানি

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  January 13, 20221:05 pm

মাত্র ৮৪৪ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বিলাসবহুল হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টালের অধিকাংশ শেয়ারের মালিকানা কিনতে চলেছেন এশিয়ার সবচেয়ে বড় ধনকুবের মুকেশ আম্বানি। খবর সিএনএনের।

দুবাইয়ের ইনভেস্টমেন্ট করপোরেশনের কেম্যান দ্বীপপুঞ্জভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছে রয়েছে হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টালের ৭৩ দশমিক ৪ শতাংশের মালিকানা। সেই প্রতিষ্ঠানের কাছ থেকে ৯ কোটি ৮২ লাখ মার্কিন ডলারের বিনিময়ে হোটেলটি অধিগ্রহণ করবে আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই অধিগ্রহণের মূল্য বাংলাদেশের প্রায় ৮৪৫ কোটি টাকা (প্রতি ডলার ৮৬ টাকা ধরে)। আগামী মার্চের শেষ দিকে অধিগ্রহণ চুক্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

তবে হোটেলটির পুরো মালিকানা নিতেই আগ্রহী আম্বানির প্রতিষ্ঠান। রিলায়েন্স জানিয়েছে, হোটেলটির অন্যান্য মালিক তাঁদের শেয়ার বিক্রি করতে চাইলে একই মূল্যায়নের ভিত্তিতে অধিগ্রহণের পরিকল্পনা করা হবে।