৪১১ জন হজযাত্রী নিয়ে চলতি বছরের হজের প্রথম হজ ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে। রোববার (৫ জুন) সকাল সোয়া নয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রোনা দেয় এই ফ্লাইট। হজ ক্যাম্পের পরিচালক (যুগ্ম সচিব) মো. সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়ে আরও জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৫টি ফ্লাইট ও সৌদিয়া এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইট পরিচালনা করা হবে। জানা যায়, এবার সরকারিভাবে দুটি ও বেসরকারিভাবে একটি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজে খরচ ধরা হয় পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং দ্বিতীয় প্যাকেজে খরচ হচ্ছে চার লাখ ৬২ হাজার ১৫০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি চার লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা খরচে হজে যাওয়া যাচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ থেকে এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। করোনা মহামারীর পর প্রথমবার বিদেশি হজ যাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত সৌদি আরব। শনিবার ইন্দোনেশিয়ার একটি দল মদিনা শহরে পৌঁছালে তাদের স্বাগত জানায় কর্তৃপক্ষ। জুলাইতে হজের প্রস্তুতির জন্য কয়েক সপ্তাহের মধ্যেই মধ্যেই সৌদি আরবের দক্ষিণে পবিত্র শহর মক্কার উদ্দেশে তারা যাত্রা করবেন।করোনাভাইরাসের থাবায় সৌদি সরকার দুই বছর হজের সময়ে বিদেশি কোন নাগরিককে তাদের দেশে আসার অনুমতি দেয়নি। এবার আর সেই নিষেধাজ্ঞা নেই। সৌদি হজ মন্ত্রণালয়ের মোহাম্মদ আল-বিজাভি আল-এখবারিয়া বলেন দুই বছরের বাধার পরে, সৌদির বাইরে থেকে আল্লাহর অতিথিদের পেয়ে খুশি। সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, এই বছরের হজযাত্রা ৬৫ বছরের কম বয়সি ও করোনার টিকা নেয়া মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
৪১১ জন হজযাত্রী নিয়ে চলতি বছরের হজের প্রথম হজ ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে।
প্রকাশ : June 5, 20225:58 am
