রবিবার, ০৪ Jun ২০২৩, ০৮:০৪ পূর্বাহ্ন
Menu

৩০ এপ্রিল শুরু এইচএসসি পরীক্ষা, ২৬ এপ্রিল থেকে ২৩ মে সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 25, 20233:49 pm

আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষা-২৩ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা হলেও করোনার কারণে গত বছরের মতো এ বছরও যথাসময় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে এবার সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বরে এবং সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩। পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সংশ্লিষ্টদের প্রশ্নের সেট কোর্ড জানিয়ে দেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ ফোন ব্যবহার করতে পারবে না। কোনো কেন্দ্র এটি না মানলে সেই কেন্দ্রের শিক্ষাকদের এমপিও বাতিল করা হবে। এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ১১ বোর্ডে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ২০২৩ সালের এইচএসসি হবে মধ্য আগস্টে। আর ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা পূর্নবিন্যাসকৃত সিলেবাসে হবে। এবারের এইচএসসি পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদরাসা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব সোলেমান খান প্রমুখ।