সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ন
Menu

১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীরা ওমরাহ পালন করতে পারবে অভিভাবক ছাড়াই

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 28, 20224:36 am

অভিভাবক ছাড়াই ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীদের ওমরাহ করার সুযোগ দেবে সৌদি আরব। তবে তাকে কোনো গ্রুপের অন্তর্ভুক্ত থাকতে হবে।শনিবার (২৬ মার্চ) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে গালফ নিউজ। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওমরাহ বা হজের জন্য আবেদনকারী নারীকে এক ডোজ করোনার টিকা নেয়া থাকলেও চলবে। তবে তাদেরকে নিশ্চিত করতে হবে যে তিনি কোনো রোগে আক্রান্ত নন। গত পাঁচ বছর হজ করেননি সৌদি আরবে অবস্থানকারী এবং সৌদি নাগরিক এমন ব্যক্তিরাও এ বছর হজের জন্য আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর সৌদি আরবে নারীদের প্রথমবারের মতো গাড়ি চালানো এবং পুরুষ অভিভাবক ছাড়াই বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হয়। এছাড়া যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে ব্যাপক সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন।

সূত্র : গালফ নিউজ