শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:১৪ পূর্বাহ্ন
Menu

হোঁচট খেলেন শিল্পা,সামলাতে পারলেন না পোশাক

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  December 5, 202112:32 pm

নিজেকে আরও সুন্দর করে তুলতে নায়ক-নায়িকারা প্রায়ই এমন পোশাক পরেন যা তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এমনই ঘটনা ঘটেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে।
শিল্পার একটি অস্বস্তিকর মুহূর্ত ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রেড কার্পেটে শুয়েছিলেন শিল্পা। ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন শিল্পা। তারপরই বিপর্যয় নেমে আসে।
এদিন কাঁধ ও পিঠ খোলা আকাশি গাউনে শিল্পা সবার দৃষ্টি আকর্ষণ করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, শিল্পার বিশাল গাউনটি তার হিল জুতায় আটকে আছে। আর শিল্পা ওমনি জোর করে হোঁচট খেয়েছে।

কিন্তু শেষ পর্যন্ত নিজেকে সামলে নেন। কোনোমতে ক্যামেরার সামনে পড়া এড়াতে সক্ষম হন তিনি। নায়িকা হোঁচট খাওয়ার সাথে সাথে শিল্পার দেহরক্ষীরা তাকে সাহায্য করতে ছুটে গেলেও শিল্পা নিজেই পরিস্থিতি সামলান।

পরে তিনি হাত নেড়ে ক্যামেরাকে বোঝানোর চেষ্টা করেন যে তার পা গাউনে আটকে গেছে, কিন্তু তা ঘটতে পারে। শিল্পা যেভাবে নিজেকে সামলেছেন তার প্রশংসাও করছেন অনেকে।
শিল্পার সুন্দর ফিগার কিংবা ত্বক কোনোটা দেখে বোঝার উপায় নেই শিল্পার বয়স ৪৬ বছর। ডিজাইনার পোশাকে যে কোনও অনুষ্ঠানের মঞ্চ মাতিয়ে দেন তিনি।

বরাবরের মতই অভিনেত্রীর স্টাইল আর গ্ল্যামারের চর্চায় ব্যাস্ত থাকেন নেটিজেনরা। তবে নায়িকার এবারের ভাইরাল ভিডিও ঘিরে চর্চার শেষ নেই। ট্রোলাররা কু-মন্তব্য করতেও ছাড়েননি। কেউ বলেছেন, ‘বুড়ো বয়সের ভিমরতি’, কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘ম্যাডাম আর কত নীচে নামবেন?’।