মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:২৭ পূর্বাহ্ন
Menu

হিরো আলমের সিনেমায় মুনমুন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 22, 20217:30 am

এক সময়ের অন্যতম আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী মুনমুন। আর সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ও সমালোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার এক সিনেমায় দুজন। ‘বউ জামাইয়ের লড়াই’ ছবির শুটিং শুরু করেছেন তারা। এটি নির্মাণ করছেন বাবুল রেজা। আর প্রযোজক হিরো আলম নিজেই।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, “পরিচালক মালেক আফসারীর আমন্ত্রণে মুনমুন আপা ও আমি লাইভ শো করেছিলাম। তখন ভেবেছিলাম, মুনমুন আপাকে আমার সিনেমায় নেব। আমি লাইভে কথা বলেছি। আমার কথা রেখেছি।’

শনিবার থেকে সাভারে ডিপজলের বাড়িতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে হিরো আলম-মুনমুন, গাঙ্গুলী ছাড়াও অংশ নেন নতুন অভিনেত্রী নুসরাত, জারা জেরিন প্রমুখ।
আশরাফুল আলম ব্যক্তিগত জীবনে সাবিহা আক্তার সুমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির আলো ও আঁখি নামে দুই মেয়ে এবং কবির নামে এক ছেলে রয়েছে। স্ত্রী নির্যাতনের অভিযোগে করা এক মামলায় ২০১৯ সালের মার্চে তিনি গ্রেফতার হন। এবং পরবর্তীতে এপ্রিল মাসের ১৮ তারিখে জামিনে মুক্তি পান।
১১ আগস্ট ২০১৭ তারিখে আশরাফুল আলম অভিনীত প্রথম ছবি মার ছক্কা মুক্তি পায়। ২০১৮ সালে তিনি বিজু দ্য হিরো নামে একটি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।এছাড়া বাংলাদেশে বেশকিছু বিজ্ঞানপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
১৬ অক্টোবর ২০২০ মুক্তি পায় হিরো আলমের দ্বিতীয় সিনেমা ‘সাহসী হিরো আলম’। সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেত্রবাদী আর প্রযোজনা করেন হিরো আলম নিজেই। হিরো আলমের বিপরীতে অভিনয় করেন তিন নায়িকা সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। এবং বর্তমানে তিনি গান গাওয়ার প্রতি মনোনিবেশ করেছেন তার প্রথম গান “বাবু খাইছো”।