শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:১৬ অপরাহ্ন
Menu

হাসপাতাল থেকে খোলা চিঠিত আহত প্রিয়াঙ্কা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  December 7, 20211:45 am

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এখনও হাসপাতালে। সেখান থেকে ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন তিনি। খোলা চিঠি লিখে এ অভিনেত্রী জানান, তিনি আগের চেয়ে ভালো আছেন। সেরে উঠতে আরও সময় লাগবে।
শুক্রবার রাতে ‘মহাভারত মার্ডারস’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং চলাকালীন দুর্ঘটনার কথা স্বীকার করেছেন প্রিয়াঙ্কা। রাত ১১টার দিকে একজন মাতাল বাইকার কর্ডন ভেঙে শুটিং সেটে প্রবেশ করেন। প্রিয়াঙ্কা গুরুতর আহত হন।

আহত হয়েছেন সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তীও। তবে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। প্রিয়াঙ্কাকে মুকুন্দপুরে ভর্তি করা হয়।

শনিবার এই অভিনেত্রীর পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। ভাঙ্গা অংশের দুই পাশে প্লেট স্থাপন করা হয়। ওই সময় চিকিৎসক বিশাল ভগত জানান, আগামী ৪৮ ঘণ্টা প্রিয়াঙ্কাকে পর্যবেক্ষণে রাখা হবে।
রবিবার রাতে হাসপাতাল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা লিখেছেন, “আপনাদের প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ।” শুক্রবার আমার একটা দুর্ঘটনা হয়েছিল। শনিবার অস্ত্রোপচার হয়। সেরে উঠতে আরও কিছু সময় লাগবে। আশা করি এভাবেই আমার পাশে থাকবেন।

শুক্রবার দুর্ঘটনায় প্রিয়াঙ্কার পা ভেঙে যায়। অস্ত্রোপচার করে বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী। প্লেটগুলি হাঁটুর নীচে ভাঙ্গা জায়গার উভয় পাশে স্থাপন করা হয়। শোনা যাচ্ছে, ভাঙা অংশ ঠিক করতে সাহায্য করবে এই প্লেট।
সোমবার প্রিয়াঙ্কার পায়ের এক্স-রে করা হয়েছে বলে জানান ডা: বিশাল ভগৎ। অভিনেত্রী পায়ের পরিস্থিতি কেমন আছে, তা খতিয়ে দেখেই হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেয়া হবে। আগামী ৯ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার প্রিয়াঙ্কার থেকে সহজের জন্মদিন। শোনা গেছে, ছেলের জন্মদিনের আগেই বাড়ি ফিরতে চান প্রিয়াঙ্কা।