চাঁদপুরের হাজীগঞ্জে সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে রাব্বানী (৩০) মোহন (২৮) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল সাড় ১০ টার দিকে হাজীগঞ্জ বাজারের হকার্স মাকর্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সহোদররা হলেন হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় মমিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। নিহতরা হলেন, রাজশাহীর চাপাই এলাকার সুকানদি গ্রামমের সোলেমান মিয়ার ছেলে।হাজীগঞ্জ থানার অফিসার ইণচার্জ যোবাইর সৈয়দ দুই জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারকে খবর দেয়া দেয়া হয়েছে আর মামলা দায়েরের প্রস্ততি চলছে।
হাজীগঞ্জে সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু
প্রকাশ : May 17, 20226:30 am
