রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:৪৬ পূর্বাহ্ন
Menu

স্বামীসহ ওমরাহ হজের পথে মাহি

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 24, 20218:08 pm

ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি এখন অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চিন্তিত। সম্প্রতি গাজীপুরের রাকিব সরকার নামে এক ব্যবসায়ীকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। আগের ঘোষণা অনুযায়ী ওমরাহ করতে রওনা হয়েছেন মাহিয়া মাহি।

তার ভাষ্যমতে, বুধবার (২৪ নভেম্বর) স্বামী রাকিবের সঙ্গে ওমরাহ হজে রওনা হন নায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি পোস্ট করে মাহি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহ করতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে।

রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের মধ্যে বিচ্ছেদের কথা শোনা যাচ্ছিল।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গেল মে মাসে অপুর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা দেন মাহি। তারপরই দ্বিতীয় বিয়ে করেন এই অভিনেত্রী।

বর্তমানে মাহির হাতে রয়েছে- ‘নরসুন্দরী’, ‘মাফিয়া’, ‘অহংকারী বউ’, ‘গ্যাংস্টার’সহ বেশ কিছু সিনেমা।