ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মাহিয়া মাহি স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে গেছেন। তবে এর আগে ঢাকাই সিনেমার এই নায়িকা বিয়ের পর জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে ওমরাহ পালন করবেন।
এর আগে বুধবার মাহি জানিয়েছিলেন, তিনি নিজেই ওমরাহ পালন করতে যাচ্ছেন। স্বামী রাকিব সরকারকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই ঘোষণা দেন ঢাকাই অভিনেত্রী।
মরুভূমিতে স্বামীর সঙ্গে রোমান্টিক মুডে ধরা পড়লেন নায়িকা মাহি। ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে মাহি কালো বোরকায় মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। মুখ শুধু খোলা। তার স্বামীর পরনে পাঞ্জাবি পায়জামা। ক্যাপশনে লেখা, ‘ধন্যবাদ আলহামদুলিল্লাহ।’ সাথে চারটি লাল প্রেমের ইমোজি।
মাহির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে বেশ হাসিখুশি মেজাজে রয়েছেন তিনি। বিকেলের সূর্যটাও সোনালি। মরুভূমিতে মাহি-রাকিবের সময় উপভোগ করতে দেখা গেছে। উষ্ণ মরুভূমিতে স্বপ্নে মোড়ানো প্রেমের কবিতা লিখেছেন এই দম্পতি।
সৌদির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এক পোস্টে মাহি লিখেছেন, আলহামদুলিল্লাহ, জীবনে প্রথম ওমরাহ করতে যাচ্ছি। এসব অনুভূতি প্রকাশের বাইরে। রাকিব সরকার (স্বামী) তোমার জন্য হৃদয়ের অন্তস্থল থেকে দোয়া করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন তিনি। এর পর চলতি বছরের ২২ মে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা।
এদিকে বর্তমানে ‘ড্রাইভার’ নামে ওয়েব ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাহি। ‘গ্যাংস্টার’ ওয়েব ফিল্মের ডাবিং করেছেন। এছাড়া আরো হাফ ডজনের বেশি সিনেমার কাজ রয়েছে তার হাতে।