মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন
Menu

স্টারমেকার প্রতিভা বিকাশের প্লাটফর্ম!

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  January 7, 20227:52 am

স্টারমেকারে গান গেয়ে অনেকেই ইতিমধ্যে সেলিব্রেটি বনে গেছেন। অবশ্যই তরুন তরুনীদের জন্য এটা একটা ভাল প্লাটফর্ম। এখানে আপনি আপনার গায়কী প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। অনলাইন জগতে এটা একটা ট্রেন্ডিং এপস্। আজকের আলোচনার বিষয় সাবধানতা
সাবধানতাঃ– স্টারমেকারে কণ্ঠ বা গান শুনে প্রেমে পড়ে, পচে, গলে নষ্ট হতেও দেখেছি তাই অনুগ্রহ করে নিজের ব্যাক্তিগত তথ্য কেউ চাইবেনও না আর কেউ চাইলে তা অকপটে দেওয়াটা নিরাপদ হবে না। মোবাইল নম্বর, ফেসবুক, হোয়াটসআপ ইত্যাদি দেওয়া থেকে বিরত থাকতে পারলে আপনি ঝামেলামুক্ত থাকতে পারবেন। আর যেহেতু স্টারমেকার অ্যাপের End to End Data Encryption Policy খুব একটা ভাল না, তাই সফটওয়ারের Bug এর কারণে পার্টিরুমে বসে গল্প করলে তা আড়ি পেতে আপনার অজান্তে শুনে ফেলতে পারে যে কেউউ, অতএব সাধু সাবধান। আপনার কথা রেকর্ড করে বা ইনবক্সের চ্যাটের স্ক্রিনশট তুলে পরবর্তিতে তা দিয়ে ব্ল্যাকমেইল করতে পারে মিষ্টভাষী কিছু সুযোগ সন্ধানীরা। তাই এসকল ব্যাপারে খুবই খুবই সতর্ক থাকার জন্য নিজের প্রতি খেয়াল রাখবেন।

টুং টাং টুইস্টার! উচ্চারণ শুদ্ধ করতে এগুলো বার বার পড়তে থাকুন। 

১। জলে চুন তাজা, তেলে চুল তাজা
২। পাখি পাকা পেঁপে খায়।
৩। বাবলা গাছে বাঘ ঝুলছে।
৪। বারো হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি
৫। কলকাতার কাকরা আজ কাল কাকা করে কেন
৬। কলকাতার কাকলী কাকাকে কহিল কাকা কাকা কাক কেন কা-কা করে
৭। কাঁচা গাব পাকা গাব, পাকা গাব কাঁচা গাব
৮। নিল রিলে লাল রিল, লাল রিলে নিল রিল
৯। শ্যাম বাজারের শশীবাবু সকাল বেলা সাইকেল চড়ে সাত সকালে সরসরিয়ে শশা খেয়ে স্বর্গে গেলেন!
১০। লিনা আর নিল, নীলিমায় লিন।
১১। চাচা চেঁচায় চাচি চেঁচায় চাচা চাচি এত চেঁচায় চামেলি চমকে যায়
১২। কলকাতার কালীঘাটের কালীচরণ কর্মকারের কনিষ্ঠা কন্যা কমলকলির কপাল কুঞ্চিত হল।
১৩। পিতলের পাত্রে পান আর পেঁপে আছে।
১৪। ভাজাভুজি ভেজে রাখো, ভোরে উঠে ভেজে খাব।
১৫। কালোবরণ কাল কালো রঙের কাক দেখেছে।