স্টারমেকারে গান গেয়ে অনেকেই ইতিমধ্যে সেলিব্রেটি বনে গেছেন। অবশ্যই তরুন তরুনীদের জন্য এটা একটা ভাল প্লাটফর্ম। এখানে আপনি আপনার গায়কী প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। অনলাইন জগতে এটা একটা ট্রেন্ডিং এপস্। আজকের আলোচনার বিষয় সাবধানতা।
টুং টাং টুইস্টার! উচ্চারণ শুদ্ধ করতে এগুলো বার বার পড়তে থাকুন।
১। জলে চুন তাজা, তেলে চুল তাজা
২। পাখি পাকা পেঁপে খায়।
৩। বাবলা গাছে বাঘ ঝুলছে।
৪। বারো হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি
৫। কলকাতার কাকরা আজ কাল কাকা করে কেন
৬। কলকাতার কাকলী কাকাকে কহিল কাকা কাকা কাক কেন কা-কা করে
৭। কাঁচা গাব পাকা গাব, পাকা গাব কাঁচা গাব
৮। নিল রিলে লাল রিল, লাল রিলে নিল রিল
৯। শ্যাম বাজারের শশীবাবু সকাল বেলা সাইকেল চড়ে সাত সকালে সরসরিয়ে শশা খেয়ে স্বর্গে গেলেন!
১০। লিনা আর নিল, নীলিমায় লিন।
১১। চাচা চেঁচায় চাচি চেঁচায় চাচা চাচি এত চেঁচায় চামেলি চমকে যায়
১২। কলকাতার কালীঘাটের কালীচরণ কর্মকারের কনিষ্ঠা কন্যা কমলকলির কপাল কুঞ্চিত হল।
১৩। পিতলের পাত্রে পান আর পেঁপে আছে।
১৪। ভাজাভুজি ভেজে রাখো, ভোরে উঠে ভেজে খাব।
১৫। কালোবরণ কাল কালো রঙের কাক দেখেছে।