শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:০১ পূর্বাহ্ন
Menu

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ৩ বাংলাদেশি শ্রমিক

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 7, 20223:32 pm

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন বাংলাদেশি। দেশটির খোবার এলাকার আবু হাদরিয়া সড়কে মঙ্গলবার (০৫ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের বাংলাদেশ দ্রুতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ গণপমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তিনজনই সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন। তারা হলেন- আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া, নূর আলমের ছেলে নয়ন সর্দার, বাবুল মিয়ার ছেলে আশ্রাব আলী। তবে তাদের বিস্তারিত পরিচয় সম্পর্কে এখনও জানা যায়নি।

ফয়ছল আহমেদ জানান, নিহত ওই শ্রমিকরা হাইওয়ের পার্শ্ববর্তী ফার্মে কাজ করার সময় বেপরোয়া গতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই মারা যান তারা। নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে বলেও জানান তিনি।