কিছুদিন আগে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তার ভাবী বরকে পরিচয় করিয়ে দেন। নতুন জীবনের শুরুতেই এবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। সিনেমার নাম ‘পথে হলো দেখা’। গত শনিবার সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্য অবলম্বনে ছবিটি পরিচালনা করবেন রায়হান জুয়েল।
মিম বলেন, এই সিনেমায় তার চরিত্রের নাম প্রার্থনা। তিনি ধনী পরিবারের সন্তান। তিনি পারিবারিক নিয়মের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে চলতে চান। একপর্যায়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। এভাবেই গল্পের শুরু।
শনিবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিম।
মিমের মতে, এই গল্পে কান্না, হাসি, সুখ-দুঃখসহ অনেক টুইস্ট রয়েছে। আগামী ফেব্রুয়ারির শেষ দিকে শুটিং শুরু হবে। গল্পটা আমার খুব ভালো লেগেছে। আশা করি সবার ভালো লাগবে।
আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা শুটিং হবে বলে জানান পরিচালক রায়হান জুয়েল। সিনেমাটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশন।
বিদ্যা সিনহা সাহা মীম ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এক বছরের চুক্তিতে ল্যাপটপ ব্রান্ড এসারের শুভেচ্ছাদূত হন। মে মাসে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।
আদনান আল রাজীব নির্দেশনায় এই বিজ্ঞাপনে আরও আছেন গায়ক ও মডেল তাহসান রহমান খান।আগস্ট মাসে ইউনিলিভারের সাবান লাক্সের শুভেচ্ছাদূত হন এবং পাঁচটি বিজ্ঞাপনের মডেল হন।