চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ ফায়ার সার্ভিস কর্মীও আছেন। ফায়ার সার্ভিস জানায়, শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে, ডিপোর কনটেইনারের রাসায়নিক থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় চারদিকে আগুন ছড়িয়ে পড়লে, ২১ জন ফায়ার সার্ভিসকর্মী এবং ১০ পুলিশ সদস্যসহ দুই শতাধিক মানুষ দগ্ধ ও আহত হন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সাতজন মারা যান। এদিকে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট এখনও আগুন নেভানোর কাজ করছে। এই ঘটনায় আহত পুলিশ সদস্য তুহিনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তুহিনসহ দুইজনকে আনা হয়েছে ঢাকার পঙ্গু হাসপাতালে। আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুইশরও বেশি মানুষ। এছাড়া দগ্ধ ৩ জনকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে এবং সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার দেওয়া হয়েছে বেশী দগ্ধদের ঢাকায় আনার জন্য। আগুন লাগার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় এবার তাদের সঙ্গে সেনাবাহিনীও উদ্ধার তৎপরতায় যোগ দিচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে রবিবার (৫ জুন) সকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন এ তথ্য জানান। বিভাগীয় কমিশনার বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নিতে সেনাবাহিনীর দেড়শ’ থেকে দুইশ’ সেনাসদস্যের একটি বিশেষ দল এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর এই বিশেষ দলটি ঘটনাস্থলে প্রবেশ করে উদ্ধার কাজে অংশ নিবেন।
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে ৯ ফায়ার সার্ভিস কর্মীও আছেন, উদ্ধারকাজে যোগ দিচ্ছে সেনাবাহিনী
প্রকাশ : June 5, 20225:49 am
