শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:২৭ পূর্বাহ্ন
Menu

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৩ জন নিহত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 21, 20227:54 am

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ মে) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রয়টার্সের খবরে বলা হয়, গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অংশে চালানো ইসরায়েলের হামলায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্তও হয়েছে এ হামলায়। সিরিয়ার রাষ্ট্রীয় টিভি জানায়, দামেস্কের বিভিন্ন জায়গায় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এদিকে, এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল। তারা মোটামুটি নিয়মিতই হামলা চালালেও এর দায় স্বীকার করে না। তারা সিরিয়ায় শুধুমাত্র ইরান সংশ্লিষ্ট অবস্থানে হামলা চালায় বলে তেল আবিবের দাবি।