শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৯:০২ অপরাহ্ন
Menu

সিরাজগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 20, 20223:49 pm

সিরাজগঞ্জে নিখোঁজের তিন দিন পর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মে) বিকেলে জেলার উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া রতনদিয়ার এলাকার বাজার দিয়ার বিল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঐ যুবকের নাম আলম খনকার ( ৪৫)। তিনি উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া হরিশপুর গ্রামের মৃত আজগর খনকারের ছেলে। পেশায় আলম অটোভ্যান চালক ছিলেন। স্থানীয় ও যুবকটির মামা শহিদ মণ্ডল ও মোক্তার মণ্ডল জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে কয়ড়া আদর্শ গ্রামের মৃত মোসলেমের ছেলে রায়হান তাকে ফোন করে বাসা থেকে বের করে নিয়ে যায়। পরে রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্বজনের বাড়িতে দুই তিন দিন ধরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বন্ধ ছিল আলমের মোবাইল ফোনটিও। পরে শুক্রবার সকালে উল্লাপাড়া মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। একই দিন বিকেলে কয়ড়া রতনদিয়ার এলাকার বাজার দিয়ার বিলে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন করিব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।