সালমান খানের একের পর এক ছবি বেশ কয়েক বছর ধরেই বক্স অফিসে ঝরে পড়ছে। কিন্তু তাতে কিছু আসে যায় না ভাইয়ের। দর্শকদের কাছে নিজের জাদু দেখাতে বিভিন্ন ছবি নিয়ে হাজির হচ্ছেন সালমান খান।
শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘অন্তীম’। এই ছবিতে সালমানকে তার ভগ্নিপতি আয়ুশ শর্মার সঙ্গে দেখা যাবে। তবে ‘ফাইনাল’ ছবির খবর নেই। তার বদলে এবার সিনেমা হল খুলতে চলেছে ভাইজান।
জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন আইনক্স, পিভিআর-এর সঙ্গে পাল্লা দিতে সিনেমা হল ব্যবসায় নামতে চলেছেন বলিউডের ‘দাবাং’ খান।
একটি ভারতীয় মিডিয়া আউটলেটের সাথে সাম্প্রতিক সাক্ষাত্কারে, বলিউড ভাইপো বলেছিলেন যে তিনি দীর্ঘদিন ধরে একটি থিয়েটার খোলার পরিকল্পনা করছেন। আশা করছি খুব শিগগিরই তিনি তার স্বপ্নের প্রকল্প শুরু করতে পারবেন।
সালমান বলেন, “এখনও কাজ চলছে। আমরা পরিকল্পনা করছিলাম ধীরে ধীরে আবার শুরু করব, একদিন হয়েই যাবে।
নিজের নামে সিনেমা হলগুলো নিয়ে বিশেষ কিছু ভাবনা রয়েছে সালমানের। মেট্রো সিটিগুলিতে খোলা হবে না থিয়েটার চেইন। মূলত শহরের বাইরের দিক, মফস্বল অঞ্চল যেখানে মানুষ থিয়েটারে ছবি দেখতে পারে না, সেখানেই হলগুলি খোলার ইচ্ছা রয়েছে ভাইজানের।
সাক্ষাৎকারে তিনি বলেন, “ছোট শহরে হলগুলি খোলার পরিকল্পনা ছিল আমাদের, যেখানে মানুষ থিয়েটারে ছবি দেখতে পারে না। মুম্বাইয়ের মতো বড় শহরে নয়।
সালমান প্রথমে মহারাষ্ট্র দিয়ে প্রকল্প শুরু করবেন। ধীরে ধীরে, ‘সালমান টকিজ’ আগামী ১০ বছরে অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়বে। এর আগে শোনা গিয়েছিল সালমানের এই থিয়েটার চেইনের টিকিট থাকবে ট্যাক্স ফ্রি, কম খরচে এবং বঞ্চিত শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে।
তবে পুরো বিষয়টি খুব ধীরগতিতে এগোচ্ছেন সালমান।
২০১৯ সালে সিনেমা হলে মুক্তি পায় সালমান খানের ‘দাবাং ৩’। তার প্রায় দেড় বছর বাদে মুক্তি পায় ‘রাধে’। তবে ‘রাধে’র ক্ষেত্রে হাইব্রিড রিলিজের পথে হেঁটেছিলেন সালমান। করোনা পরিস্থিতিতে কিছু জায়গায় সিনেমা হলে মুক্তি পেয়েছিল ছবিটি। কিন্তু বেশিরভাগ দর্শক তা ‘জি প্ল্যাক্স’ ওয়েব প্ল্যাটফর্মেই দেখেন। তবে বহুদিন পর সিনেমা হলের দরজা খুলেছে। সালমানের আশা বক্স অফিসে হিট করবে তার নতুন ছবি ‘অন্তীম’।
সিনেমা হল খুলছেন সালমান খান
প্রকাশ : November 23, 20212:45 pm
