মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন
Menu

সিকে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 14, 20225:04 am

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মনোনয়ন দিয়েছে দলটি। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে রিফাত প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার (১৩ মে) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। শেখ হাসিনা ছাড়াও এতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মনোনয়ন বোর্ডের সব সদস্য অংশ নিয়েছেন। কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদে ১৪জন, ৩টি উপজেলা পরিষদে ১৬টি,  ৬টি পৌরসভায় মেয়র পদে  ৪৬টি এবং ১৩৮ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬৩০টি দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আগ্রহী প্রার্থীরা। তাদের মধ্য থেকেই প্রার্থী চুড়ান্তভাবে আওয়ামী লীগের মনোনয়ন পান। আরফানুল হক রিফাত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কুমিল্লা সিটিতে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন সংগ্রহ করেছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের দফতর উপ-কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরকানুল হক রিফাত, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুদ পারভেজ খান, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক নেতা মাহাবুবুর রহমান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওমর ফারুক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, অধুনালুপ্ত কুমিল্লা পৌর আওয়ামী লীগের সাবেক নেতা শ্যামল চন্দ্র ভট্টাচার্য, সাবেক ছাত্রলীগ নেতা কাজী ফারুক আহমেদ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নূর উর রহমান তানিম, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। গত ২৫ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন কুসিকের পাশাপাশি তিনটি উপজেলা পরিষদ, ছয়টি পৌরসভা এবং অষ্টম ধাপের ১৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে কুসিকে ভোটগ্রহণ করা হবে বলে ইসি জানায়। গত ৫ মে থেকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। দলীয়ভাবে মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন ছিল।

  • জেলার খবর