শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন
Menu

সাভারে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত, আহত ১৫

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  June 5, 20226:01 am

রাজধানীর উপকণ্ঠে সাভারে দুই যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়েছেন।রবিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: পরমাণু শক্তি গবেষণা কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান ও পূজা সরকার এবং প্রকৌশলী কাউছার রাব্বি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গরুবাহী একটি ট্রাক হঠাৎ ইউটার্ন নেওয়া একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অপরদিক থেকে আসা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় আর গুরুতর আহত হন ১৫ জন।  ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করলে সেখানে আরও দুই জনের মৃত্যু হয়। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এখন পর্যন্ত এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।