ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) কামাল হাওলাদার জানান, গত বছরের ২ ডিসেম্বর সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহৃত হন প্রতিমা সাহা (১৭) নামের এক তরুণী। পরে ওই তরুণীর পরিবার ৬ ডিসেম্বর ইমন আহমেদসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও মামলাটি ছায়া তদন্ত শুরু করেন। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বলিয়ারপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত তরুণী প্রতিমা সাহাকে উদ্ধার করে অপহরণ মামলার আসামিকে পুলিশে হস্তান্তর করলে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।
সাভারে অপহরণ মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : March 31, 20222:37 pm
