কাউন্টডাউন শুরু হল। জল্পনা সত্যি হতে আর মাত্র একদিন। সোমবার সপরিবারে রাজস্থানে যাবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবে বিমান বা সড়কে নয়। হেলিকপ্টারে উড়ে যাবেন দম্পতি।
রাজস্থানের সাওয়াই মোধপুরের চৌথ কা বারওয়ারার সিক্স সেন্সেস রিসোর্টে রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হবে। রাজস্থানে যাওয়ার আগে রবিবার মধ্যরাতে ভিকির বাড়িতে পৌঁছান ক্যাটরিনা। বিয়ের প্রস্তুতি শেষ মুহূর্তে চলছে পুরোদমে।
এদিকে, ক্যাটরিনার মা ও বোনেরা ভিকির পরিবারের সঙ্গে দেখা করেছেন। ক্যাটরিনা রাতে ভিকির বাড়ি থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন। বিয়ের আগে তিনি আরও গ্ল্যামারাস ছিলেন। নায়িকাও সাদা শাড়িতে উজ্জ্বল।
পরনে সিলভার ব্রালেট স্টাইলের ব্লাউজ, রাফেল শাড়ি। কানে ও হাতে কুন্দনের গয়না। খোলা চুল। ক্যামেরার দিকে তাকানো এড়িয়ে যাননি ক্যাটরিনা। বরং মুখে হাসি দিয়ে ছবি তোলেন।
বলিউড সূত্রে জানা গেছে,৬ তারিখ রাজস্থানে পৌঁছানোর পর অতিথিদের সামনে আর পোজ দেবেন না তিনি। কোনো অতিথি যাতে অনুমতি ছাড়া ক্যাটরিনার ছবি না তোলে সেদিকে কড়া নজর রাখবে ইভেন্ট ম্যানেজমেন্ট।
কয়েকদিন আগে ক্যাটরিনার বাড়ি ছাড়তে দেখা গিয়েছিল ভিকিকে। জল্পনা শুরু হয়েছিল যে আইনি বিয়ে হওয়ার সাথে সাথেই ক্যাটরিনার বাড়িতে হাজির হতে পারেন ভিকি।
রবিবার মধ্যরাতে ভিকির বাড়িতে উপস্থিতিও জল্পনা-কল্পনার উৎস। যদিও বি-টাউনের ভিতরের আঙিনায় শোনা যায়, রাজস্থানে উড়ে যাওয়ার আগে থেকেই মিস হয়ে গিয়েছেন ক্যাটরিনা।