সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন
Menu

“সাদাসিধে এক গুনী মানুষ প্রদীপ মন্ডল”

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 15, 20221:10 pm

ছোট বেলা থেকে আমি ভাল মানুষদের গুনাবলি গুলো লেখার চেষ্টা করি। আর  লিখে যাওয়ার চেষ্টা করে যাবো আজীবন।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ইন্দুহাটি গ্রামে ভক্তপ্রান পঞ্চানন মন্ডলের ঘর আলোকিত করে এসেছিলেন শ্রদ্ধেয় প্রদীপ মন্ডল। সাত ভাই- বোনদের মধ্যে ভাইদের মধ্যে তিনি বড়।ছোট ভাইয়ের নাম পরিমল মন্ডল। পাঁচ বোন, দুই ভাই।মাতার নাম :  শান্তিলতা মন্ডল।  স্বর্গীয় পঞ্চানন মন্ডলের ঘর  প্রদীপের ন্যায় আলোকিত করে এসেছিলেন বলেই তার নাম রাখা হয় প্রদীপ।তার পিতা পঞ্চানন মন্ডল এিনাদের গল্প, মনসা পাচালীর কাহিনী এমন ভাবে উপস্থাপন করতো যা আজ ও অনেকের হৃদয় মন্দিরে তিনি স্থান করে নিয়েছেন। শ্রদ্ধেয়  প্রদীপ মন্ডল ছোট বেলা থেকেই  শান্ত ও মেধাবী ছিলেন। শৈশব, কৈশর কাটিয়েছেন তার জন্মভূমি ইন্দুহাটি গায়। গ্রামের পাঠশালায় তার হাতেখড়ি। তারপর ধীরে ধীরে সম্পূর্ন প্রতিকূল পরিবেশে  বড় হওয়া। কিন্তু তার ইচ্ছা শক্তি কেউ দমিয়ে রাখতে পারেনি। প্রদীপ কুমার মন্ডল, জন্ম:  ৯ ই মার্চ ১৯৭৫ খ্রিঃ। ইন্দুহাটি হলধর উচ্চবিদ্যালয় থেকে এস,এস,সি পাশ করেন -১৯৯১ খ্রিঃ( প্রথম বিভাগ), এরপর  এইচ,এস,সি পাশ করেন-১৯৯৩ খ্রিঃ (প্রথম বিভাগ), রাজেন্দ্র কলেজ,ফরিদপুর।  বি,এস- সি ( সম্মান),পদার্থ বিজ্ঞান ;১৯৯৭; এম,এস- সি ১৯৯৮ খ্রি , বি,এড-২০০১ ( প্রথম শ্রেণি)  চাকুরীতে যোগদান ২০০৩ খ্রিঃ । বতর্মান তিনি দিগনগর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ফরিদপুর টিচার্স ট্রেনিং কলেজে ও তিনি বহুদিন শিক্ষকতা করেছেন।
তিনি নিজ হাতে নিজের ভাগনে – ভাগনিদের মানুষ করার চেষ্টা করেছেন। যা বর্তমান সমাজে সত্যিই বিরল। এমন আন্তরিকতা বর্তমান সমাজে নেই বললেই চলে। তারা সবাই আজ কম বেশি শিক্ষিত,চাকুরিজীবী।
শ্রদ্ধেয় প্রদীপ মন্ডলের সহধর্মিনী  শ্রীমতি দিপিকা দাস বর্তমান উপ-সহকারি কৃষি কর্মকর্তা ভাংগা,ফরিদপুর। তাদের দুই সন্তান ১. অরিন্দম মন্ডল ২. অনিন্দিতা মন্ডল।
সাদাসিধে এই গুনী মানুষটির সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করি।
  • জেলার খবর