সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৪৭ অপরাহ্ন
Menu

সাংবাদিক আলম রায়হানের বাসায় চুরির মামলার আইও বদলী

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 10, 20229:00 am

রাজধানীর হাতিরঝিলে সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ভাড়া বাসায় চুরির ঘটনার তদন্তকারী কর্মকর্তা মো: শরিফুল ইসলাম চারদিনের মাথায় বদলী হয়েছেন। তাকে দেয়া হয়েছে শের-ই-বাংলা নগর থানায়। তিনি সোমবার (৯ মে) বদলীকৃত থানায় যোগদান করেছেন বলে জানাগেছে। সূত্র মতে, সাংবাদিক আলম রায়হানের বাসায় দুর্ধর্ষ চুরির মামলাটি এখন তদন্তকারী কর্মকর্তাহীন অবস্থায় আছে। এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, সাবেক আইও ডকেট বুঝিয়ে দেবার পর নতুন আইও দেয়া হবে। উল্লেখ্য, ঈদের দিন দিবাগত রাতে রাজধানীর মহানগর প্রজেক্টের সাংবাদিক আলম রায়হানের বাসায় চুরির ঘটনা ঘটে। জানালার গ্রিল কেটে নগদ টাকাসহ সাড়ে পাঁচ থেকে ছয় ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মামলাসহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল নিয়েগেছে চোরেরা। ৪ মে সকালে হাতিরঝিল পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে ওইদিন সন্ধ্যায় হাতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ৫, তারিখ ৪/৫.২০২২, ধারা ৪৫৭/৩৮০।