বোন ভাইয়ের পাশে দাঁড়াল। মুম্বাই সফরে গিয়ে বোন মমতা তার ভাই শাহরুখ খান সম্পর্কে বলেন, শাহরুখ ষড়যন্ত্রের শিকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিং খানকে ভাই বলেছেন।
আর কিং খানের কাছে মমতা তার বোনের মতো। সেই পরিপ্রেক্ষিতে ‘দিদি’ শাহরুখের তিন দিনের মুম্বাই সফরে তার কঠিন সময়ের কথা উল্লেখ করেছেন।
মুম্বাই সফরে গিয়ে দ্বিতীয় দিন সিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেখানে ছিলেন নির্মাতা মহেশ ভাট, গীতিকার জাভেদ আখতার, অভিনেতা শত্রুঘ্ন সিনহা, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, কৌতুকাভিনেতা মুনাওয়ার ফারুকী, সুধেন্দ্র কুলকার্নিসহ অন্যরা।
মমতা বলেন, ‘আমি জানি, মহেশ ভাট ষড়যন্ত্রের শিকার, শাহরুখ খান ষড়যন্ত্রের শিকার।
আরও অনেকেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কেউ মুখ খুলতে পারছেন, কেউ পারছেন না।’
শাহরুখের ছেলে আরিয়ান খান গত অক্টোবরে মুম্বাই উপকূলে একটি প্লেজার বোটে মাদক মামলায় জড়িত ছিলেন। যার জেরে জেলে যেতে হয়েছে তারকার সন্তানকে। এক মাস পর বাড়ি ফেরা স্বস্তির নয়। আদালতের নির্দেশে প্রতি শুক্রবার আরিয়ানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর অফিসে হাজির হতে হয়।
তিন দিনের মুম্বাই সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখের সেই কঠিন সময়ের কথাই বললেন। বুঝিয়ে দিলেন, তিনি ভাই কিং খানের পাশেই আছেন।