রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন
Menu

শ্রীলঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  June 9, 202210:57 am

শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতলো সফরকারী অস্ট্রেলিয়া। কলম্বোয় বুধবার (৯ জুন) দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিশ্ব চ‍্যাম্পিয়নরা জিতেছে ৩ উইকেটে। ১২৪ রান পেরিয়ে গেছে ১৩ বল বাকি থাকতে। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান তুলতে পারে স্কোর বোর্ডে। দলের পক্ষে আসালাঙ্কা ৩৩ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন, ৩৬ রান করেন কুশল মেন্ডিস। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন কেন রিচার্ডসন। ১২৫ রানের টার্গেটে খেলতে নেমে অজিরা যে খুব ভালো খেলেছে তা বলা যায় না; ১৭ ওভার ৫ বলে যখন তারা জয়ের বন্দরে পৌঁছায়, তখন তাদের উইকেট নেই ৭টা। মাঝে একাধিকবার জয় নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল অস্ট্রেলিয়ান শিবিরে। তবে উইকেটকিপার ব্যাটার ম্যাথু ওয়েড রিচার্ডসনকে নিয়ে শেষ কাজটি করে আসেন। আগামী শনিবার পাল্লেকেলেতে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৪/৯ (নিসানকা ৩, গুনাথিলাকা ৪, আসালঙ্কা ৩৯, মেন্ডিস ৩৬, রাজাপাকসে ১৩, শানাকা ১৪, হাসারাঙ্গা ১২, চামিকা ০, চামিরা ০, থিকসানা ১*, তুষারা ২*; ম‍্যাক্সওয়েল ৩-০-১৮-২, হেইজেলউড ৪-১-১৬-০, জাই রিচার্ডসন ৪-০-২৬-৩, কেন রিচার্ডসন ৪-০-৩০-৪, অ‍্যাগার ৪-০-২৭-০, মিচেল ১-০-৭-০)

অস্ট্রেলিয়া: ১৭.৫ ওভারে ১২৬/৭ (ফিঞ্চ ২৪, ওয়ার্নার ২১, মার্শ ১১, স্মিথ ৫, ম‍্যাক্সওয়েল ১৯, স্টয়নিস ৯, ওয়েড ২৬*, অ‍্যাগার ০, জাই রিচার্ডসন ৯*; থিকসানা ৪-০-২৯-০, চামিরা ৪-০-৩১-১ হাসারাঙ্গা ৪-০-৩৩-৪, তুষারা ২-০-১৮-১, আসালঙ্কা ৩-০-৭-০, গুনাথিলাকা ০.৫-০-৮-০)

ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম‍্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব‍্যবধানে এগিয়ে, ম‍্যান অব দা ম‍্যাচ: ম‍্যাথু ওয়েডে