শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৯:০৩ অপরাহ্ন
Menu

শিল্পকলায় শুক্রবার মঞ্চায়িত হবে ‘বৈকুণ্ঠের খাতা’

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  August 18, 20223:27 pm

‘বৈকুণ্ঠের খাতা’ নাটকটির ৫০তম মঞ্চায়ন করতে যাচ্ছে লোক নাট্যদল। এ উপলক্ষে আগামী শুক্রবার ‘মঞ্চায়নের পঞ্চাশ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে নাট্যদলটি। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে ১৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই নাটকটি শুরু হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার।বিশ্বকবির সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে ২০১১ সালের ২ জুন লোক নাট্যদল বৈকুণ্ঠের খাতা প্রথমবারের মতো মঞ্চস্থ করে। নাটকটি বাংলাদেশের বিভিন্ন শহর ও একাধিকবার ভারতের ত্রিপুরা ও আসামে অনুষ্ঠিত উৎসবে মঞ্চস্থ হয়েছে। ‘বৈকুণ্ঠের খাতা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদুর রহমান, আবদুল্লাহ আল হারুন, খায়রুল আলম, আনোয়ার কায়সার, জাহিদ চৌধুরী, বাসুদেব হালদার প্রমুখ। নাটকটি নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী।চাটুকারিতা ও তোষামোদির মাধ্যমে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও আকাঙ্ক্ষা চরিতার্থ করার যে প্রবণতা মানবসমাজে বিরাজমান, তারই সরল ব্যঙ্গাত্মক কাহিনী রবীন্দ্রনাথ বর্ণনা করেছেন তার ‘বৈকুণ্ঠের খাতা’ নাটকে।