রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৫৪ পূর্বাহ্ন
Menu

শামীম অনুসারীদের প্রচারে নৌকা আছে, আইভী নেই

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  January 13, 202212:52 pm

অবশেষে দলীয় মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মাঠে নেমেছেন সাংসদ শামীম ওসমানের অনুসারী কিছু ছোট নেতা। তবে তাঁরা আইভীর জন্য ভোট চাননি, কেবল নৌকা প্রতীকের পক্ষে শহরে মিছিল করেছেন, পথসভায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে আইভীর প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকারের সঙ্গে বিএনপির অনেকে থাকলেও দলটির সাবেক দুই সাংসদ গিয়াস উদ্দিন ও আবুল কালাম নামেননি। তাঁরা দুজন নিজেদের ছেলের নির্বাচন নিয়ে ব্যস্ত। গিয়াসের ছেলে গোলাম মুহাম্মদ সাদরিল ৫ নম্বর ওয়ার্ডে আর কালামের ছেলে আবুল কাওসার সিটি করপোরশেনের ২৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পদপ্রার্থী।

ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা নামলেও আমাদের সঙ্গে সমন্বয় করেননি। বিভিন্ন ওয়ার্ড থেকে এমন অভিযোগও পাচ্ছি যে শামীম ওসমান ও সেলিম ওসমানের অনুসারীরা হাতির পক্ষে ভোট চাচ্ছেন

আনোয়ার হোসেন, সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন সমন্বয় কমিটির আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি

মেয়র পদে প্রধান দুই প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলমের ভোটের মাঠে এমন দ্বন্দ্ব-বিরোধের মধ্যেও শেষ সময়ে এসে পথসভা, মিছিল ও শোভাযাত্রায় জমে উঠেছে সিটি নির্বাচন। আর মাত্র দুই দিন পর ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। গতকাল আইভী জনসংযোগ করেছেন টানবাজার ও নিতাইগঞ্জ এলাকায়। তাঁর জন্য শহরের চাষাঢ়ায় পথসভা করেছে মহানগর যুবলীগ। হাতি প্রতীকের প্রার্থী তৈমুর আলম খন্দকার গতকাল শহরে বড় মিছিল নিয়ে শোভাযাত্রা করেছেন। যদিও নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শোভাযাত্রা নিষিদ্ধ।