শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:১২ অপরাহ্ন
Menu

শাকিব খানের দেশে ফেরা পেছাল

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 30, 20215:28 pm

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন জনপ্রিয় শাকিব খান। ২৫ নভেম্বর তার দেশে ফেরার কথা ছিল। তবে আপাতত ফিরছেন না তিনি। আগামী মাসের শুরুতে ফেরার কথা ভাবছেন নায়ক।

জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ঢালিউড অ্যাওয়ার্ডস। এতে বাংলাদেশের অনেক চলচ্চিত্র, নাটক ও সঙ্গীত অংশ নেবে। অনুষ্ঠানে শাকিব খানেরও অংশ নেওয়ার কথা রয়েছে। তবে শাকিব খান অংশ নেওয়া এড়িয়ে গেছেন।

যুক্তরাষ্ট্র থেকে হোয়াটসঅ্যাপে শাকিব খান বলেন, ‘দেশে থাকলে কাজের চাপে বিশ্রামের সুযোগ কম পাই। কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। যেহেতু আমেরিকায় এসেছি, পরিচিত পরিজন আছেন, তাঁদের সঙ্গে দেখাসাক্ষাৎ হয় না অনেক দিন।

সবার সঙ্গে দেখা হচ্ছে। তা ছাড়া নতুন নতুন জায়গায় ঘুরছি। ভাবলাম, আরও একটু সময় কাটিয়ে যাই। এই সুযোগে একটা রিফ্রেশমেন্টও হয়ে যাবে। তা ছাড়া নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন দুটি ছবির ঘোষণা দিয়েছি। ছবির বেশির ভাগ কাজ যুক্তরাষ্ট্রেই হবে। সেই কাজের প্রস্তুতিও এ সময় নিয়ে রাখছি।’
আয়োজকদের একজন নিশ্চিত করেছেন যে শাকিব খান এড়িয়ে গেলেও তিনি ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেবেন। তিনি বলেন, ‘শাকিব খানের চলে যাওয়ার কথা ছিল। ঢাকাই ছবির নামে এই ঢালিউড পুরস্কার। আর বর্তমান সময়ে ঢাকাই সিনেমার সেরা নায়ক শাকিব খান।
তাই আমরা তাকে অনুষ্ঠানে যোগ দিতে বলেছি। শেষ পর্যন্ত তিনি রাজি হন। অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।