বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন উত্তর সোনাতলা গ্রামে কয়েক দিন ধরে গ্রামের গৃহস্থের পালিত হাঁস একের পর এক নিখোঁজ হতে থাকে। কিন্তু এর রহস্য খুঁজে পাচ্ছিলেন না তারা। এরই মধ্যে আজ সোমবার দুপুরে ঘটে অবাক কাণ্ড। বিশাল এক অজগর সাপ গ্রামের ছগির ঘরামীর মাছের ঘেরে থাকা হাঁসের ওপর আক্রমণ করে। তখনই জানা যায়, ওই অজগরই তাদের হাঁসগুলো সাবাড় করেছে। অজগরটি মাছের ঘেরে ঢুকে দুটি হাঁস খেয়ে ফেলে। তৃতীয় হাঁসের ওপর আক্রমণ করতেই ঘের মালিকের নজরে পড়ে বিষয়টি। এ সময় ঘের মালিক ও তাঁর স্ত্রী নাজমা বেগম কৌশলে সাপটি ধরে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। পরে ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দিলে তারা অজগরটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদার জানান, খবর পেয়ে টাইগার টিমের সদস্য খলিল জমাদ্দার ও রিয়াদুল ইসলামকে সঙ্গে নিয়ে অজগরটি উদ্ধার করা হয়। এটি ১০ ফুট লম্বা। ওজন প্রায় ২০ কেজি। সন্ধ্যা ৬টার দিকে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। ঘের মালিকের স্ত্রী নাজমা বেগম মুঠোফোনে জানান, কয়েক দিন ধরে আশপাশের গৃহস্থদের তিন-চারটি হাঁস নিখোঁজ হয়। কিন্তু এর কারণ খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। আজ সোমবার তাদের ঘেরে ঢুকে যখন হাঁসের ওপর আক্রমণ করে তখনই তাঁরা বুঝতে পারেন হাঁস নিখোঁজের কারণ। পরে তাঁরা স্বামী-স্ত্রী মিলে কৌশলে সাপটি ধরেন। নাজমা বেগম জানান, অজগর তাঁর তিনটি, তাঁর ভাসুর নূর ইসলাম ঘরামীর দুটি ও প্রতিবেশী মানিকের একটিসহ মোট ছয়টি হাঁস খেয়েছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, ওয়াইল্ড টিম ও টাইগার টিমের সদস্যরা অজগরটি স্টেশন অফিসে নিয়ে আসেন। পরে স্টেশন অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।
শরণখোলা উপজেলার মাছের ঘের থেকে অজগর উদ্ধার
প্রকাশ : May 2, 20222:39 pm
