প্রতিশোধের আগুনে রিয়ালকে পোড়ানো হলো না লিভারপুলের। হলো না ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ক্লপ বাহিনীকে হারিয়ে রেকর্ড ১৪ নম্বর শিরোপা ঘরে তুললো লস ব্লাঙ্কোস। শনিবারের (২৮ মে) ফাইনালে ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে কার্লো আনচেলোত্তি বাহিনীর জয় ১-০ ব্যবধানে।প্যারিসে ম্যাচজুড়ে আক্রমণের বন্যা বইয়ে দেয় লিভারপুল। তবে বাদ সাধে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। একের পর এক আটকে দেয় অল রেডদের সাজানো আক্রমণ। প্রথমার্ধের পুরোটা সময় রিয়াল যেন থাকে খানিকটা রক্ষণশীল। তবে গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরেই চমক দেখায় আনচেলত্তির শিষ্যরা। ৫৯ মিনিটে ভালভার্দের পাস থেকে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। আর এতেই ২০১৮ সালের পর ১৪ তম শিরোপা জিতে ইউরোপ সেরার মুকুট জিতে নেয় রিয়াল মাদ্রিদ।
লিভারপুলকে অবাক করে শেষ হাসি রিয়াল মাদ্রিদের
প্রকাশ : May 29, 202210:42 am
