মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:৪৪ পূর্বাহ্ন
Menu

লালন–দর্শন নিয়ে ‘ওরা’

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  January 13, 20221:46 pm

লালন ফকিরের দর্শন নিয়ে নির্মিত হলো খণ্ড নাটক ‘ওরা’। নাটকটিতে বাউলদের জীবনযাপন ফুটিয়ে তোলা হয়েছে। গতকাল থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকে প্রথমবারের মতো প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী এবং নির্দেশক নূনা আফরোজ ও অভিনেতা ইমতু রাতিশ।

গুণী অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগাভাগির সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইমতু বলেন, ‘নূনা আফরোজ আপার সঙ্গে পর্দা ভাগাভাগি করা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। ভিন্ন ধারার গল্প হওয়ায় চরিত্রটির প্রস্তাব পাওয়ার পর থেকে অনেক চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। অভিনয়ের সময় আপা অনেক সহযোগিতা করেছেন।’ নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের আনাচে–কানাচে অনেক বাউল রয়েছেন। তাঁদের জীবনের ওপর লালন ফকিরের ভাবাদর্শ কীভাবে প্রভাব বিস্তার করে, সেটিই দর্শক দেখবেন।’