সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন
Menu

লামায় দুই যুবকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  June 4, 20227:08 am

বান্দরবানের লামা উপজেলায় এক কিশোরীকে (১৬) দুই যুবক মিলে হাত-পা বেঁধে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি উথাই ঝিরিতে। শুক্রবার (৩ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- একই এলাকার বাসিন্দা মো. শাহ আলী (২৪) ও আল আমীন (২৫)। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীরর বাবা বাদী হয়ে শনিবার ভোরে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগীর বাবা জানান, রূপসী পাড়া ইউনিয়নে তাদের একটি চায়ের দোকান আছে। দোকানের পেছনে ভাড়া বাসায় পরিবারের সব সদস্য মিলে বসবাস করে আসছেন।  দোকান থেকে এক কিলোমিটার দূরে তাদের নিজ বাড়ি। তার মেয়ে শুক্রবার বেলা ১১টার দিকে জরুরী কাজে উথাই ঝিরিস্থ বাড়িতে যায়। তখন বাড়িতে আর কেউ ছিল না। এসময় মো. শাহ আলী ও আল আমীন ঘরে ঢুকে তার মেয়ের হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে শনিবার সকালে বান্দরবান সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।  এছাড়া অভিযুক্ত দুই যুবককে ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।