লক্ষ্মীপুরের কমলনগরের নিখোঁজের সেই চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকাল ৪টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে শনিবার সকালে কমলনগরের সীমান্তবর্তী নোয়াখালীর আন্ডার চর গ্রামে কিশোরী সামিয়া আক্তার নিহার নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তারা। এরপর ওইদিন রাতেই এ ঘটনায় কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পোশাক কারখানায় চাকরি করতে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিলেন। কিশোরীরা হলো- উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরবসুর বাদামতলি এলাকার বাসিন্দা ইব্রাহিমের মেয়ে জোবায়দা আক্তার, তার চাচাতো বোন মিতু আক্তার, একই গ্রামের আবুল খায়ের চুন্নুর মেয়ে শিমু আক্তার ও তার খালাতো বোন সামিয়া আক্তার নিহা। তারা একে-আপরের বান্ধুবী ও খালাতো বোন। পরিবারের লোকজন জানায়, আত্মীয় স্বজন ও সম্ভব্য বিভিন্ন স্থানে তাদের অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। থানায় জিডি করার পর তাদের উদ্ধার অভিযানে নামে পুলিশ। রোববার দুপুরে নিখোঁজ কিশোরীদের বাড়িতে যান জেলা পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা। এ সময় নিখোঁজদের বিষয়ে খোঁজ-খবর নেন পুলিশ সুপার। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, উদ্ধারকৃতরা জানান, বাবা-মায়ের ওপর অভিমান করে তারা বাড়ি থেকে বের হয়। তাদের উদ্দেশ্যে ছিল ঢাকা যাওয়ার। মোবাইল ফোনের সূত্র ধরে তাদের উদ্ধার করে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরে নিখোঁজ সেই ৪ কিশোরীকে উদ্ধার
প্রকাশ : May 9, 20225:27 am
