লক্ষ্মীপুরে বজ্রপাতের এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মফিজ উল্লাহ মানিক। তিনি ঐ গ্রামের বশির উল্লাহ পণ্ডিতবাড়ির মৃত হাবিব উল্লাহ মিয়াজীর ছেলে। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে মফিজ বৃষ্টির মধ্যে পুকুরে মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় তিনি বজ্রপাতের শিকার হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য শিপন মোল্লা বজ্রপাতের এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুরের বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
প্রকাশ : May 25, 202211:42 am
