সৌদি আরবের রিয়াদ থেকে স্পেনের রাজধানী মাদ্রিদের দূরত্ব প্রায় ৫ হাজার কিলোমিটার। কিন্তু মনের মিল থাকলে দূরত্ব স্রেফ সংখ্যা।
ফেদে ভালভার্দে এবং তাঁর প্রেমিকা মিনা বোনিনোর কথাই ধরুন, রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের অতিরিক্ত সময়ে রিয়াল মাদ্রিদকে জয়সূচক গোল এনে দিয়ে জার্সি খুলে উল্লাস করেন ভালভার্দে।
একই সময়ে মাদ্রিদে নিজ ঘরে টিভিতে প্রেমিকের এই পারফরম্যান্স দেখে মিনাও নিজেকে ধরে রাখতে পারেননি। আনন্দে সোফার ওপর উঠে লাফাতে শুরু করেন। খুলে ফেলেন গায়ের জার্সিও। আসলে কাল রাতে স্প্যানিশ সুপার কাপ সেমিফাইনাল এমনই কেটেছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য।‘এল ক্লাসিকো’র সেই আগের দিন না থাকলেও প্রতিদ্বন্দ্বীতার ঝাঁঝ যে ফুরোয়নি তা কাল বুঝিয়ে দিয়েছে রিয়াল ও বার্সেলোনা। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে বার্সা। কিন্তু ৩-২ গোলের জয়ে শেষ হাসি হেসেছে রিয়ালই। ক্লাসিকোয় নিজেদের শততম এই জয়ে সুপার কাপের ফাইনালেও উঠল কার্লো আনচেলত্তির দল।
দুই দল যে গোলের জন্যই নেমেছিল তা বোঝা যায় পরিসংখ্যানে। ২০টি শটের ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে বার্সা, রিয়ালের নেওয়া ১৪টি শটের মধ্যে গোলপোস্টে ছিল ৮টি শট। বদলি হয়ে নামা ভালভার্দে ৯৮ মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে জয়সূচক গোল করেন। ডান প্রান্ত থেকে আসা ক্রসে ডামি করেন ভিনিসিয়ুস জুনিয়র।
অরক্ষিত বার্সা রক্ষণে সুবিধামতো জায়গায় বল পেয়ে যান ভালভার্দে। তাঁর শটের জবাব ছিল না বার্সা গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেনের কাছে। ম্যাচে প্রথম গোলটি ভিনিসিয়ুসের কাছ থেকেই পেয়েছে রিয়াল। ২৫ মিনিটে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতি থেকে গোল করেন তিনি।