সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৫৯ অপরাহ্ন
Menu

রোনালদোকে সর্বসেরা বলায় আর্জেন্টাইন তরুণকে আগুয়েরোর খোঁচা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 17, 20223:12 pm

আলেহান্দ্রো গারনাচোর সাতকপাল, বলতেই হয়। পেশাদার ক্যারিয়ার এখনো ঠিকমতো শুরু হয়েছে কি হয়নি, এর মধ্যেই ফুটবল ইতিহাসের দুই শ্রেষ্ঠতম তারকার সতীর্থ হওয়ার সৌভাগ্য হয়ে যাচ্ছে এই তরুণের। আগে স্পষ্ট করে নেওয়া দরকার যে এই গারনাচো কে। স্পেনের মাদ্রিদে জন্ম নেওয়া ১৭ বছর বয়সী এই ফুটবলার খেলে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে। আর্জেন্টিনার মূল দলের কোচ লিওনেল স্কালোনির নজরেও বেশ ভালোভাবেই আছে সে। গত মাসে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আরও বেশ কয়েকজন আনকোরা তরুণের সঙ্গে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছিল এই গারনাচোও। সুযোগ পেয়েছিল নিজের আইডলদের সঙ্গে অনুশীলন করার। বলে রাখা ভালো, আর দশটা আর্জেন্টাইন কিশোরের মতো গারনাচোও মেসি-দি মারিয়া-দিবালাদের দেখে ভীষণভাবে অনুপ্রাণিত। না হয় উইঙ্গার হবে কেন! আবার জন্ম যেহেতু মাদ্রিদে, সে ক্ষেত্রে অনুপ্রেরণার জায়গাতে যে ভালোভাবে রোনালদোও আছেন, সেটাও বলে দেওয়া যায়। এই গারনাচোর সাতকপাল এই কারণে যে সৌভাগ্যবান খেলোয়াড়দের ছোট্ট একটা তালিকায় কিছুদিনের মধ্যেই ঢুকে যেতে পারে সে। বিশ্বে মেরেকেটে ২১ জন খেলোয়াড়ের সৌভাগ্য হয়েছে মেসি ও রোনালদো, দুজনেরই সতীর্থ হওয়ার। কিছুদিনের মধ্যে হয়তো গারনাচোর নামও সে তালিকায় উঠবে। আপাতত দুই আইডলের সঙ্গে ক্লাব ও জাতীয় দলের হয়ে অনুশীলন করেই আশ মেটাতে হচ্ছে এই কিশোরকে। মেসির চেয়ে রোনালদোর সঙ্গে অনুশীলনটা বেশি হচ্ছে নিশ্চয়ই। জাতীয় দলের হয়ে কিছুদিন পর মেসির সতীর্থ হওয়ার স্বপ্নে বিভোর গারনাচো যে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক দলেই খেলে। ক্লাবে রোনালদোর সঙ্গেও হয়তো খেলা শুরু করবে আর কিছুদিন পর। গতকাল নরউইচ সিটির বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে ম্যানচেস্টার ইউনাইটেডকে জিতিয়েছেন রোনালদো। যে বলে খেলে এসেছে এই হ্যাটট্রিক, ম্যাচ শেষে বলটা গারনাচোর হাতে তুলে দিয়েছেন রোনালদো। যে রোনালদোর খেলা দেখে বড় হয়েছেন, সে রোনালদোই ম্যাচ বল তুলে দিচ্ছেন হাতে, নিশ্চিতভাবেই আপ্লুত হয়ে গিয়েছিল গারনাচো। মহামূল্যবান ছবিটা পোস্ট করেছে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সঙ্গে ক্যাপশনে লিখেছে, ‘সর্বকালের সেরা (ক্রিস্টিয়ানো রোনালদো)’। যে ছেলে আর কিছুদিন পর নিজেদের জাতীয় দলের হয়ে খেলবে, সে ছেলের মুখে রোনালদো-স্তুতি! মানতে পারেননি আর্জেন্টাইন ভক্তরা। শুধু তা–ই নয়, গারনাচোর এই ক্যাপশন দেখে মজা করার লোভ সামলাতে পারেননি আর্জেন্টিনা, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার সের্হিও আগুয়েরোও। গারনাচোর পোস্টে মন্তব্য করেছেন, ‘কারণ তুমি এখনো সবার সেরা লিওনেল মেসির সঙ্গে খেলোনি!