সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:০৮ অপরাহ্ন
Menu

রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 10, 202210:29 am

নরসিংদীতে রেললাইনের পাশের একটি ঝোপ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মে) সকালে জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের একটি ফিলিং স্টেশনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নিহতের নাম, পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের করিমগঞ্জ এলাকার সজল ভূঁইয়া ফিলিং স্টেশনের পশ্চিম পাশের রেললাইনের পাশে ঝোপে মরদেহটি পড়ে ছিল। ওই ফিলিং স্টেশনের নৈশ প্রহরী আব্দুল ওয়াহাব মিয়া প্রথম মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়দেরসহ রায়পুরা থানা ও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। সীমানা জটিলতায় লাশ উদ্ধার হতে কিছুটা বিলম্বিত হয়। পরে দুপুর ১২টায় রায়পুরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। থানীয়দের ধারণা, হত্যার পর এখানে লাশ ফেলে যাওয়া হয়েছে।