ভ্লাদিমির পুতিনের সাবেক স্ত্রী লুদমিলা ওচেরেতনায়া ও বান্ধবী এলিনা কাভায়েভার ওপর যুক্তরাজ্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যা আগামী ২০২৪ সাল পর্যন্ত কার্যকর থাকবে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি যুক্তরাজ্যে লুদমিলা ও এলিনার সম্পদও জব্দ করা হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে। পুতিনের আগ্রাসনে সহায়তা ও প্ররোচনাকারী সবার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। ইউক্রেন জয়ী না হওয়া পর্যন্ত ও দেশটি থেকে সব রুশ সেনা না সরে যাওয়া পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলেও জানান তিনি। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পুতিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও লুদমিলা ওচেরেতনায়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অগ্রাধিকারভিত্তিতে ব্যবসার মাধ্যমে উল্লেখযোগ্য সম্পদ অর্জন করেছেন। তিনি পুতিনের একজন ঘনিষ্ঠ সহযোগী। আর পুতিনের বান্ধবীর এলিনা কাভায়েভা একজন আইনপ্রণেতা (এমপি) ছিলেন। তিনি রাশিয়ার ন্যাশনাল মিডিয়া গ্রুপের পরিচালনা পর্ষদের প্রধানও। ন্যাশনাল মিডিয়া গ্রুপ হলো রাশিয়ার সর্ববৃহৎ বেসরকারি মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান।
উল্লেখ্য, এ মাসের শুরুতেই পুতিনের প্রেমিকা এলিনা কাভায়েভাসহ আরও রুশ নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল।
সূত্রঃ বিবিসি