লর্ডস টেস্টের প্রথম তিন দিন দারুণ সব নাটকীয়তায় কেটেছে। একেকটি ধসে হুট করে পাল্টে যাচ্ছিল ম্যাচের চিত্র। তাই চতুর্থ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য ৬১ রান প্রয়োজন থাকলেও সম্ভাবনা বেঁচে ছিল নিউজিল্যান্ডেরও। তবে দারুণ নৈপুণ্যে প্রতিপক্ষকে এবার আর কোনো সুযোগ দিলেন না জো রুট। ক্যারিয়ারে চতুর্থ ইনিংসে খেললেন প্রথম সেঞ্চুরির ইনিংস। বেন ফোকসকে নিয়ে প্রথম সেশনেই দলকে নিয়ে গেলেন জয়ের বন্দরে। প্রথম টেস্টে ৫ উইকেটে জিতে ৩ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড। ২৬তম সেঞ্চুরিতে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রুটের। এই ইনিংস খেলার পথে ইংল্যান্ডের হয়ে কেবল দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেন ১০ হাজার রানের মাইলফলক। একই সঙ্গে বসলেন গ্রায়েম গুচ ও কেভিন পিটারসেনের পাশে। ১৫টি করে সেঞ্চুরি করে ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছিল এই দুই জনের। রেকর্ডটি রুটের নিজের করে নেওয়া এখন কেবল সময়ের ব্যাপার। ১৭০ বলে ১২ চারে ১১৫ রানে অপরাজিত থাকেন রুট। তার সঙ্গে ১২০ রানের জুটিতে ফোকসের অবদান ৯২ বলে ৩২। তাদের দৃঢ়তায় ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের পথচলা শুরু হলো জয় দিয়ে। ৫ উইকেটে ২১৬ রান নিয়ে রবিবার (৫ জুন) চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। সকালে বৃষ্টি হলেও খেলা শুরু হয় যথাসময়েই। ফ্লাড লাইটও জ্বলছিল শুরু থেকে। কন্ডিশনে পেসারদের জন্য বেশ সহায়তা থাকলেও তা নিতে পারেননি টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসনরা। দায়িত্বশীল ব্যাটিংয়ে অনায়াসেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন রুট ও ফোকস। ১৯৯৯ সালে লর্ডসে নিজেদের একমাত্র জয় পাওয়া নিউজিল্যান্ডের সেই কীর্তির পুনরাবৃত্তির জন্য শুরুতে দরকার ছিল উইকেট। সেটি এনে দিতে পারেননি কেউই। চতুর্থ দিনে এসে রুটকে দারুণ সঙ্গ দেন বেন ফোকস। নতুন বল নেওয়ার আগেই খেলাটাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা। শেষ পর্যন্ত এই দুজনের জুটিতেই ম্যাচ শেষ করে ইংল্যান্ড। ১২ চারে ১৭০ বলে ১১৫ রান করে রুট ও ৯২ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন রুট। অসাধারণ ইনিংস খেলা রুট জেতেন ম্যাচ সেরার পুরস্কার। আগামী শুক্রবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের জয়
প্রকাশ : June 6, 20223:50 am
