সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:১৮ অপরাহ্ন
Menu

রাষ্ট্রপতির সঙ্গে আইজিপির বিদায়ী সাক্ষাৎ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  September 29, 20224:09 pm

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে বিদায়ী আইজিপি দায়িত্ব পালনে দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা  প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সফলভাবে দায়িত্ব পালনের জন্য বিদায়ী পুলিশ প্রধানকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ছিল ড. বেনজীর আহমেদের সরকারি চাকরির শেষ দিন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দীর্ঘ প্রায় সাড়ে ৩৪ বছরের পুলিশের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন তিনি।